জুলাই ৬, ২০২৫

রবিবার ৬ জুলাই, ২০২৫

প্রেমিকের হাত-পায়ের নখ উপড়ে ফেলার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে

Rising Cumilla -Allegations against lover's family for pulling out fingernails and toenails
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে পুরনো প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন মোহাম্মদ আলমগীর (২৮) নামে এক বাসচালক।

গত শুক্রবার রাতে বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাটের একটি ভাড়া বাসায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। মুঠোফোনে ডেকে এনে চোখ ও হাত-পা বেঁধে বেধড়ক মারধরের পর তার হাত-পায়ের নখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রেমিকা হাবিবা আক্তারের পরিবারের বিরুদ্ধে।

জানা যায়, আলমগীর বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহমীরপুরের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। পেশায় তিনি একজন বাসচালক। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, পোশাককর্মী হাবিবা আক্তার (২৩) আলমগীরকে প্রেমের ফাঁদে ফেলে গত শুক্রবার রাতে তাদের ভাড়া বাসায় ডেকে নেন। এরপর রাতভর তাকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। আহত যুবককে শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিল খার হাট এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের বড়ভাই মো. জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে পুলিশ-প্রশাসনের কাছে তুলে দিতো। কিন্তু এভাবে অমানবিক নির্যাতন করবে কেন? আমার ভাই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “ঘটনার খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

আরও পড়ুন