ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

প্রিয় মানুষ ছাড়াই সোনমের জন্মদিন উদযাপন

প্রিয় মানুষ ছাড়াই সোনমের জন্মদিন উদযাপন
প্রিয় মানুষ ছাড়াই সোনমের জন্মদিন উদযাপন। ছবি: সংগৃহীত

৯ জুন ছিল সোনম কাপুরের জন্মদিন। আর এই বিশেষ দিনটি লন্ডনে নিজের পরিবারের লোক ও বন্ধুবান্ধবদের সঙ্গে কাটালেন অভিনেত্রী।

গতকাল রোববার সোশ্যাল মিডিয়ায় এই পার্টির একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সোনম লাল রঙের পোশাক পরেছেন। সঙ্গে ছিল ছোট্ট বায়ু ও স্বামী আনন্দ আহুজা। গত বছরের আগাস্টে পুত্র বায়ুকে পৃথিবীতে স্বাগত জানানোর পর এটি ছিল সোনমের প্রথম জন্মদিন। সোনম কাপুরের জন্মদিনে অনুপস্থিত ছিলেন তার বাবা।

সোনম কপূরের জন্মদিনে অনুপস্থিত ছিলেন বাবা অনিল কপূর। তবে সোনমের জন্মদিনের দিন একটি ছবি পোস্ট অভিনেত্রী লিখেছিলেন, “আমার হৃদয়ের একটি বড় টুকরো লন্ডনে রয়েছে এবং আমি আজ তাকে একটু অতিরিক্ত মিস করছি… সোনম, তোমার ভালবাসা, উদারতা এবং উপস্থিতি আমাদের হৃদয়কে পূর্ণ করে, এবং তোমাকে ছাড়া আমাদের বাড়ি খালি মনে হয়। তোমাকে খুব মিস করছি, আনন্দ এবং আমার প্রিয় ছোট্ট মানুষ বায়ুকে!”

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন সোনম। বর্তমানে তারা লন্ডনে বসবাস করছেন তারা।