নভেম্বর ২৮, ২০২৪

বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীর উপহার পেল কুমিল্লার ৯০০ জন মেধাবী শিক্ষার্থী

900 meritorious students of Comilla received the Prime Minister's gift
প্রধানমন্ত্রীর উপহার পেল কুমিল্লার ৯০০ মেধাবী শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

কুমিল্লার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর নবম ও দশম শ্রেণীর প্রায় ৯শ’ মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেন।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে অনেক খুশি শিক্ষার্থীসহ তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা।

জানা যায়, মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকতা কানিজ ফাতেমার সভাপতিত্বে ট্যাব বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, পরিসংখ্যান কর্মকর্তা কাসবি দাস তৃশা, জগ্ননাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।