
গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। দাবানলে জনজীবন বিপর্যস্ত। এসি ছাড়া ঘরে বসে থাকা অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু এসি কেনার সামর্থ্য সবার নেই। তবে চিন্তা নেই, প্রকৃতির অসাধারণ কিছু গাছ আপনার ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
তাহলে জেনে নিন ঘরকে শীতল করবে যে গাছগুলো-
ইংলিশ আইভি:
- এই গাছ ঘরের বাতাস থেকে টক্সিন ও দুর্গন্ধ দূর করে।
- ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
- ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।
স্নেক প্ল্যান্ট:
- এই গাছের পাতায় প্রচুর পরিমাণে জল থাকে।
- জানালার কাছে রাখলে তাপ শোষণ করে ঘর ঠান্ডা রাখে।
- অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই।
এরিকা পাম:
- এই গাছ ঘরকে ঠান্ডা রাখে এবং সৌন্দর্য বৃদ্ধি করে।
- বড় জায়গায় রাখার জন্য উপযুক্ত।
- হোটেল, অফিস ও অন্যান্য স্থানেও ব্যবহার করা হয়।
ঘৃতকুমারী (অ্যালোভেরা):
- অ্যালোভেরা জেল ত্বকের জন্য উপকারী।
- ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।
- অক্সিজেনের পরিমাণ বাড়ায়।
রবার প্ল্যান্ট:
- বড় পাতা থাকায় ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।
- নিয়মিত পানি দিতে হবে।
মনে রাখবেন, এই গাছগুলো ছাড়াও আরও অনেক গাছ আছে যা ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। নার্সারিতে গিয়ে এসব গাছ সম্পর্কে জেনে নিন।