মে ২৫, ২০২৫

রবিবার ২৫ মে, ২০২৫

পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ, সতর্ক করল পুলিশ সদর দপ্তর

Bangladesh Police Headquarters, Dhaka
ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ জুড়ে এক সংঘবদ্ধ প্রতারকচক্রের দৌরাত্ম্য বেড়েছে, যারা খোদ বাংলাদেশ পুলিশের পদস্থ কর্মকর্তাদের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই চক্র সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রবিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, এই প্রতারকচক্র সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ফোন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কখনও তারা নিজেদের পুলিশের সদস্য বা অফিসার পরিচয় দিয়ে ‘জরুরি মামলার ভয়’ দেখিয়ে টাকা দাবি করছে, আবার কখনও লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পাতছে।

বাংলাদেশ পুলিশ সকলকে এই প্রতারকচক্র সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সন্দেহজনক কোনো যোগাযোগ বা প্রস্তাব পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ইতোমধ্যে এসব প্রতারকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা বিভাগ এই বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রতারকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞরাও এ ধরনের ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তথ্যপ্রযুক্তি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট রায়হান হোসেন বলেন, “ভুয়া পরিচয়ে প্রতারণা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ। সাধারণ মানুষকে আরও বেশি ডিজিটাল সচেতন হতে হবে।”

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ জানিয়ে বলেছে, “প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই অভিযান চলমান থাকবে।”

আরও পড়ুন