মার্চ ১৭, ২০২৫

সোমবার ১৭ মার্চ, ২০২৫

পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ, কুমিল্লায় আটক দুই ভারতীয় নাগরিক

Two Indian nationals detained in Comilla for entering Bangladesh without passports
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ মার্চ) ভোরে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সঞ্জিত দেব বর্মা (৩০) ও বিমল দেব বর্মা (২৩)। তারা ভারতের সিপাহী জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে।