ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

পদ্মায় ধরা পড়া ৩৬ কেজির বাঘাইড় বিক্রি ৪৭ হাজারে

Baghair of 36 kg caught in Padma is sold for 47 thousand
পদ্মায় ধরা পড়া ৩৬ কেজির বাঘাইড় বিক্রি ৪৭ হাজারে। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ৩৬ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৪৭ হাজার টাকায়।

সোমবার (৩ জুলাই) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের দুলাল মন্ড‌লের আড়ৎ থেকে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৭শ’ টাকায় ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান মিয়া মাছ‌টি কিনে নেন। এ সময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় জমায় স্থানীয়রা। পরে মাছ‌টি কু‌ষ্টিয়ার এক ব্যবসায়ী ১ হাজার ৩০০ টাকা কে‌জি দ‌রে মাছ‌টি কিনে নেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান সাংবাদিকদের জানান, আমি মাছটি কিনে নেওয়ার পরে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করি। এরপর কুষ্টিয়ার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৫৮০ টাকা ও ভাড়াসহ ৪৮ হাজার টাকায় বিক্রি করেছি।