জানুয়ারি ১৪, ২০২৫

মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির কাতল, বিক্রি হলো ৩৮৫০০ হাজারে

RisingCumilla.Com - 22 kg cuttle was caught in Padma, sold for 38500 thousand
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ধরা পড়া ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ৩৮৫০০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ রবিবার সকাল সকালে পদ্মা নদীতে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাট এলাকায় জেলে অছেল হালদারের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই।

পরে সেই ঘাটে গিয়ে জেলে অছেল হালদারের কাছ থেকে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিয়েছি। এখন কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি ঢাকায় বিক্রি করে দেব।