বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীতে জেলের জালে ১৮ কেজির বিরল পাঙাশ মাছ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Rare 18kg pangasius fish caught in Patuakhali fishermen's net
পটুয়াখালীতে জেলের জালে ১৮ কেজির বিরল পাঙাশ মাছ/ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক জেলের ইলিশ ধরার জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বিশাল আকারের পাঙাশ মাছ। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙাশ মাছ সচরাচর দেখা যায় না, ফলে এই বিরল মৎস্যশিকারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

আজ, বুধবার সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে মাছটি ধরা পড়ে।

জানা যায়, পাঙ্গাসিয়া ইউনিয়নের স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদা-র ইলিশ ধরার জালে এই বৃহৎ মাছটি ধরা পড়ে। মাছটি জালে ওঠার পর থেকেই স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। বিশাল আকারের এই মাছটি এক ঝলক দেখতে দ্রুত সেখানে উৎসুক জনতা ভিড় করেন।

পরে মাছটি বিক্রির জন্য পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের নির্দিষ্ট স্থানে আনা হয়। স্থানীয় ক্রেতারা অত্যন্ত আগ্রহের সঙ্গে মাছটি কেজি প্রতি ৮৫০ টাকা দরে কিনে নেন। সব মিলিয়ে ১৮ কেজি ওজনের এই মাছটির মোট মূল্য দাঁড়ায় ১৫ হাজার ৩০০ টাকা। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

দীর্ঘদিনের অভিজ্ঞ জেলে জাহাঙ্গীর প্যাদা (৪৫) নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই আমরা পাঙাশ মাছ পেয়ে থাকি। তবে বরাবরই ছোট মাছ পেলেও এবার এত বড় পাঙাশ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা আমার জন্য সত্যিই এক আনন্দের বিষয়।”

আরও পড়ুন