
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
গতকাল বুধবার ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে রাজধানীতে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি। ভোট আপনাদের বিবেকের প্রতিধ্বনি। কাকে দেবেন না দেবেন, বিবেক আপনাকে গাইড করবে। কিন্তু সুষ্ঠু সমাজের জন্য, একটি হেলদি সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। স্রষ্টা ছাড়া কারও করুণার পাত্র হতে চাই না। আমি যদি না চাই তাহলে আর কেউ চাক, সেটা কেন চাইব।’
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ একটি ফুলের বাগান। যদি এক জাতের ফুল হয়, তাহলে লোকে বলে ফুল চাষ করেছে। আর যদি বিভিন্ন জাতের ফুল থাকে, তাহলে সেটাকে বলা হয় বাগান। আমরা চাই না কোনো ভুতুম প্যাঁচা আমাদের বাগান নষ্ট করুক। এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব সবার।
জামায়াত আমির বলেন, আপনাদের কথা আপনারাই সংসদে গিয়ে বলবেন। আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, যদি পছন্দ করেন, তাহলে আগামীতে জামায়াতের ব্যানারেই নির্বাচনের জন্য তৈরি হোন। আপনারা এলে স্বাগতম। না এলে, অন্তত ভালোবাসা চাই। কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, আপনার নিজের জন্য এবং দেশের জন্য চাই।
ডা. শফিকুর রহমান বলেন, মসজিদ-মাদরাসা যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই সংস্কৃতি আমরা মানতেই চাই না। এই সংস্কৃতি আমরা বদলাতে চাই। এমন রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে কাউকে মন্দির পাহারা দিতে হবে না।
তিনি বলেন, ভিন্নধর্মাবলম্বীদের যত ন্যায্য দাবি-দাওয়া ছিল, আগে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনি ইশতেহারে এসব দাবি পূরণের অঙ্গিকার করত। তবে কখনও তারা সেগুলো বাস্তবায়ন করেনি।
জামায়াত আমির বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে যেন দেশ ছাড়তে না হয়। অতীতে যারা দেশ ছেড়েছেন, তাদেরকেও ফেরত আনতে চায় জামায়াত।
তিনি আরও বলেন বলেছেন, যারা অন্যকে সম্মান করতে পারে, তারা প্রকৃত মানুষ। আমাদের চোখের দিকে তাকিয়ে ভুলগুলো ধরিয়ে দিবেন। আমাদের অগোচরে আমাদের প্রশংসা করবেন। সংখ্যালঘু আর সংখ্যাগুরু, এই রাজনীতিতে বিশ্বাসী নই।
সমাবেশে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেন, সর্বধর্মের সবাই জামায়াত আমিরকে ভালোবাসে। আমাদের বক্তব্যগুলো সংসদে বলতে চাই।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনবন্ধু রায়, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল অনুপম বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।