পকেটমার লেখক: শেখ সজীব আহমেদ মে ২৪, ২০২৫ ৫:০৮ পিএম পকেটমার কবিতা/ প্রতীকি ছবি/এআই জেনারেটেড/রাইজিং কুমিল্লা আবুল মিয়া যাচ্ছে হাটে কিনবে গরু সেথায় গিয়ে, খুশিমনে হাসিমুখে বাড়ি যাবে গরু নিয়ে। ঘুরে ঘুরে দেখছে গরু মোটাতাজা কিনবে, দামামামি করছে আবুল কোন্ গরু যে মিলবে। অবশেষে গরু কিনে দিবে এখন টাকা, পকেটে হাত দিয়ে দেখে পকেটটি তার ফাঁকা! লেখক: শেখ সজীব আহমেদ মালদ্বীপ প্রবাসী টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ, ঢাকা