ডিসেম্বর ২২, ২০২৪

রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন

Rising Cumilla - Human chain in Noakhali to demand fixation of salary of assistant teachers in 10th grade
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রাথমকি বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও দশম গ্রেড বাস্তবায়ন কমিটির আহ্বানে জেলা শহর মাইজদীর পিটিআই এর সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছু উদ্দিন মাসুদ।

এ ছাড়া দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মনির উদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হেলাল, শিক্ষক নেতা মো.সহিদ উদ্দিন, ফিরোজ উদ্দিন, আলমগীর হোসেন,শামীমা আক্তার মুক্তা,সিরাজুল ইসলাম,মো.শিহাব উদ্দিন রাসু, মো.আলাউদ্দিন,মজিবুল হক, ফারহানা আক্তার প্রমূখ।