ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন। ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলার খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার সেনবাগ-সোনাইমুড়ী উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

বৃত্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন সেনবাগ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও (ইমা) সভাপতি আনিসুর রহমান তারেক।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরীক্ষায় অংশ নেয়া ৩১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।