মঙ্গলবার ২৭ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎

নোয়াখালী প্রতিনিধি

Rising Cumilla - Citizens hold mourning meeting in memory of Advocate Azizul Haque Bakshi in Noakhali
নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎/ছবি: প্রতিনিধি

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি, রাজনীতিক-সমাজ সেবক ও নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে আয়োজিত নাগরিক শোকসভায় আইনজীবী, লেখক-কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, রাজনীতিকসহ বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।শোকসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মিয়া মো: শাহজাহান।

আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা নুর আলম চৌধুরী পারভেজের সঞ্চালনায় শোকসভায় বকশীর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ হাবিবুর রাছুল মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল কান্তি মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের (মাহবুব) যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শ্যামল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ নান্টু, সুশাসনের জন্য নাগরিক -সুজন নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, চরজব্বর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শাহজাহান সাজু, রাজনৈতিক আ.ন.ম জাজের উদ্দিন, সোনাইমুড়ী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুল আউয়াল, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, গোলাম মহিউদ্দিন নসু, লেখক-গবেষক ফখরুল ইসলাম, ফারুক আল ফয়সাল, জাসদ নেতা এস. এম রহিম উল্লাহ, আজিজুল হক বকশীর রাজনৈতিক সহযোদ্ধা খায়রুল বাশার কেবি, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, নারী অধিকার কর্মী হাসিনা চৌধুরী, অ্যাডভোকেট আজিজুল হক বকশীর কন্যা ওছয়াতুন হাসনা বিনতে আজিজ হাসি।

বক্তাগণ বলেন,আজকের এই সুবিধাবাদের সমাজে আজিজুল হক বকশীর মতো নির্মোহ-নিবেদিতপ্রাণ রাজনীতিক, আইনজীবী ও সমাজকর্মীরবড়ই অভাব। আমৃত্যু তিনি অধিকারহারা মানুষের জন্য রাজনীতি করেছেন, গবীর অসহায় মানুষের পক্ষে আদালতে লড়েছেন এবং আলোকিত সমাজ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন করেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন অঙ্গনে অপূরনীয় ক্ষতি হয়েছে।

আরও পড়ুন