মঙ্গলবার ২৭ জানুয়ারি, ২০২৬

নোয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদুয়া দায়রা শরীফের ৩ দিন ব্যাপী ওরছ শরীফ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 3-day long Orchha Sharif of Padua Dayara Sharif is going to be held in Noakhali
নোয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদুয়া দায়রা শরীফের ৩ দিন ব্যাপী ওরছ শরীফ/ছবি: প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় আসছে আগামী ১৪ই ডিসেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় অবস্থিত পদুয়া দায়রা শরীফে ৩দিন ব্যাপী ওরছ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আওলাদে রাসূল শামপুরী, নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ৪র্থ গদ্দিনীশিন পীর-এ কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবদুল মোহায়েমেন হোসাইনী ছিন্তী আল কাদেরী (কুঃআঃ) এর ৩৫ তম বার্ষিক ওরছ শরীফ ও দায়রা শরীফের ১২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এই বিশাল ওরছ শরীফের আয়োজন।

ধর্মীয় ভাক-গাম্ভির্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এর ওরছ শরীফের প্রথম দিনের শুরুতেই (১৪ই ডিসেম্বর) রাত ১২.২০ মিনিটে খতমে কোরআন শরীফ আরম্ভ, দ্বিতীয় দিন (১৫ই ডিসেম্বর) সকাল ৮.০০ ঘটিকায় কুরআন খতমের মোনাজাত ও মিলাদ মাহফিল ও গোলাপ দান। বাদ এশা হতে রাত ব্যাপী তরিকা মোতাবেক সেমা কাওয়ারী ও জিকির আজকর অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন (১৬ই ডিসেম্বর) সকাল ৮.০০ ঘাটিকায় শরীয়ত ও তরিকা তালিম এবং ওয়াজ নসিয়ত, বেলা ১১.০০ ঘটিকায় পদুয়া দায়রা শরীফের বর্তমান গদ্দিনীশিন পীর-এ কামেল হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবদুল মোদাচ্ছের হোসাইনী মিলাদ শরীফ পাঠ এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে প্রধান মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী উক্ত ওরছ শরীফের সমাপ্তি ঘোষনা করবেন।

পদুয়া দায়রা শরীফের সুত্রে জানানো হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও দূর-দূরান্ত হতে অসংখ্যা ধর্মপ্রাম মানুষ উক্ত ওরছ শরীফে অংশগ্রহন করবে।

আরও পড়ুন