মে ৯, ২০২৫

শুক্রবার ৯ মে, ২০২৫

নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল

Rising Cumilla - Chhatra Dal has arranged accommodation and food for over a thousand students seeking admission to Nobi Prabi
ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য রাতে থাকা ও খাবারের ব্যবস্থা করেছে নোয়াখালী জেলা, নোবিপ্রবি, সদর উপজেলা, পৌরসভা, নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৯ মে) সকাল ১১টায় নোবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৩য় ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা থাকার ব্যবস্থা ও রাতে খাবারের ব্যবস্থা করে ছাত্রদল নেতাকর্মীরা।

এছাড়া, শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন ফটকে সারাদেশ থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণ, মোটরসাইকেল যোগে শিক্ষার্থীদের নিরাপদে নোবিপ্রবি’তে পৌঁছে দেওয়া’সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় দলটির নেতাকর্মীরা এই আয়োজন করে।

আবাসন ও খাবার কার্যক্রমে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এনবিএস রাসেল, আনোয়ার হোসেন রকি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়াউর রহমান রাযহান, আশ্রাফুল করিম পাবেল, সজিব রহমান সজিব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান, ছাত্রদল নেতা মো. জাহিদ হাসান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাফায়েত হোসেন নাবিল, সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের গিয়াস উদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল প্রমূখ।

এরআগে, নোবিপ্রবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম ও ২য় ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দুই ধাপের পরীক্ষায়ও শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে হেল্প ডেস্কের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

আরও পড়ুন