
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আজ শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Run For Unity by NSTU Shibir’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা। সকাল থেকেই অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় শুরু হয়ে প্রযুক্তি রোড ঘুরে বাংলা বাজার এলাকা অতিক্রম করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। আয়োজকদের তথ্যমতে, পুরুষ ও নারী মিলিয়ে আট শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিজয়ী ৩০ জনকে দেওয়া হয় মেডেল। অংশগ্রহণকারীদের জন্য ছিল জার্সি, সুপেয় পানি ও গ্লুকোজ।
প্রতিযোগিতায় প্রথম হওয়া নোবিপ্রবির বিজিই বিভাগের শিক্ষার্থী জাহেদুল হক বলেন, “একজন খেলোয়াড় হিসেবে প্রতিটি প্রতিযোগিতাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন যত বাড়বে, ততই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে এবং ক্যাম্পাসে আরও ইতিবাচক পরিবেশ তৈরি হবে।”
নারী শিক্ষার্থীদের মধ্যে অংশ নেওয়া একজন বলেন, “শীতের সকালের সুন্দর আবহে দৌড়ে অংশ নিতে পেরে ভালো লেগেছে। ভাইদের আয়োজন সত্যিই ভালো ছিল। আশা করি ভবিষ্যতেও শিবির এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ চালিয়ে যাবে।”
নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “৫ আগস্টের পর আমরা বেশ কয়েকটি প্রোগ্রাম আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিযোগিতা। এ ধরনের আয়োজন তরুণসমাজের হতাশা কাটাতে সহায়তা করে। পাশাপাশি সকালবেলার ঘুমকে ‘না’ বলে শিক্ষার্থীদের জাতি গঠনে এগিয়ে আসতে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।”









