পবিত্র ঈদ-উল-ফিতরের আর বাকি কয়েকদিন। এরইমধ্যে আপনজনের সাথে উৎসব কাটাতে ইতিমধ্যে অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন। আজ সোমবার (৮ এপ্রিল) ঈদ যাত্রার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে গাড়ির চাপ থাকলেও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুরো মহাসড়কই ফ্রি। অস্বাভাবিক কিছু নেই।’
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘ঈদযাত্রার চতুর্থ দিনে মহাসড়কে গাড়ির চাপ কম। তবে আগামীকাল মঙ্গলবার গার্মেন্টস ছুটি হলে গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।’
এ বিষয়ে কুমিল্লাগামী এক বাস চালক বলেন, ‘ঈদের আগে এই সময় মহাসড়কে ব্যাপক যানজট থাকতো। কিন্তু সড়ক উন্নয়ন আর প্রশাসনের হস্তক্ষেপে এবার যানজটমুক্ত। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। স্বাভাবিক গতিতেই গাড়ি চালাচ্ছি।’
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও কোনো ধরনের যানজটের পশাপাশি স্বস্তিতে বাড়ি ফিরছেন ঢাকা-সিলেট মহাসড়ক রুটের যাত্রীরাও।
অন্যদিকে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীচাপ বেড়েছে। তবে ভোগান্তি ছাড়াই গন্তব্যে রওনা হতে পেরে খুশি অধিকাংশ ট্রেনের যাত্রীরা। জানা যায়, এদিন নকশিকাঁথাসহ দুয়েকটি ট্রেন ছাড়া প্রায় সব ট্রেনই সময়মতো ছেড়ে গেছে।