জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

নিত্যপণ্যের দাম লাগামহীন, কুমিল্লায় আরও বাড়ল মুরগির দাম

Broiler chicken
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাজারে বিরাজ করছে অস্থিতিশীলতা। সবজি থেকে শুরু সকল নিত্য পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে। একদিনের ব্যবধানে জাত ভেদে কেজিতে ১০-২০ টাকা বেড়েছে মুরগির দাম।

আজ শনিবার (১২ অক্টোবর) রাজধানীর রাজগঞ্জ বাজারে ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৫-২০ টাকা বেড়ে হয়েছে ১৯৫ টাকা। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

এদিকে মাছের বাজারে গেলে দেখা গেছে, ইলিশ কেজিতে ৩০০-৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০০-১৬৫০ টাকায়। গতকাল যা বিক্রি হয়েছে ১৮০০-২০০০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, গতকাল বরবটির কেজি ছিল ১৩০ টাকা, যা আজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি। ৮০ টাকার পটল ৬০ টাকা।

এদিকে, ২৬০ থেকে ২০টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ২৩০-৪০ টাকায়। ১০০ টাকার শসা পাওয়া যাচ্ছে ৭০-৮০ টাকায়।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির প্রভাব কমায় সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই দামও নিচের দিকে নামতে শুরু করেছে। আর কিছুদিন পর আরও কমে যাবে।