
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন্ট মুজিবুর রহমান হল রুমে এ প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়েছে। আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল থেকে সারাদিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে।
জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি, এমপি পদ প্রার্থী এ্যাড. এম এ মান্নানের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, এমপি পদ প্রার্থী নাজমুল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি’র নির্বাহী সদস্য ও এমপি পদ প্রার্থী তকদির হোসেন মো. জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য, এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম হোসেন খাঁন ভিপি টিটো, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নবীনগর পৌর কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন, নবীনগর উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মনজুরুল আলম মজনু, এম এ কাহহার, মো. মোজাম্মেল হক ও ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার নেতাকর্মীরাসহ অন্যান্যরা।
এ্যাড. এম এ মান্নান বলেন, আমি চাই সবাইকে নিয়ে বিএনপিকে সুসংগঠিত রাখতে। আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই। আমি অনুরোধ করবো, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, যাতে কোন ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে না পারে। আমি আজকে সভাপতি আছি কাল নাও থাকতে পারি। এমপি প্রার্থী একাধিক হতে পারি কিন্তু আমরা সবাই বিএনপির পরিবারের। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানও বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য। আমাদের স্লোগান হউক, যেই ধানের শীষের নমিনেশন পান আমরা তার পক্ষেই কাজ করবো।
এছাড়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সবাইকে আহবান করবো, ব্যক্তি ব্যানার-ফেস্টুন না নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া নামে কেবল স্লোগান হবে। দয়া করে নিজেদের নিয়ে কোন বির্তকিত সমালোচনা ও নিন্দা করবেন না।