দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি জয় পেল বাংলাদেশ। তিন দিন আগে যে নেপিয়ারে ঐতিহাসিক ওয়ানডে জেতে বাংলাদেশ, আজ সেখানেই টি-টোয়েন্টি জয়ের আক্ষেপ ঘোচালেন নাজমুল হোসেনরা। স্বাগতিকদের ৫ উইকেটে হারাল সফরকারীরা।
টস জিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড ১৩৪ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩ উইকেট, মেহেদী হাসান ২ উইকেট এবং মুস্তাফিজুর রহমান ২ উইকেট নেন।
১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে লিটন দাস ও শেখ মেহেদী হাসানের অবিচ্ছেদ্য ৪০ রানের জুটিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। লিটন ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
এতে ১১টি টি-টোয়েন্টি খেলার পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।