ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

New Zealand T20 World Cup Team 2024
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞ তারকা ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল দলে জায়গা পেয়েছেন।

এদিকে, বিশ্বকাপের ৩২ দিন বাকি থাকতেই স্কোয়াড ঘোষণা করে চমক দেখিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, মিটালডা ও অ্যাঙ্গাস নামের দুজন শিশু আসেন সংবাদ সম্মেলনে। তারা এসে নিজেদের পরিচয় দিয়ে একে একে ঘোষণা করেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম।

বিশ্বকাপ দল ঘোষণার দিন জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড। কিউইদের এবারের জার্সিটি ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ জার্সি থেকে অনুপ্রাণিত।

অন্য দলগুলোর মতো আইপিএল শেষ হওয়ার অপেক্ষা করেনি নিউজিল্যান্ড। একজন রিজার্ভসহ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক থাকছেন কেন উইলিয়ামসনই। উইলিয়ামসনের এটা ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে, অধিনায়ক হিসেবে চতুর্থ।

তবে ঘোষিত দলে তেমন কোন চমকের দেখা নেই। দলে আছেন অভিজ্ঞ দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েলও আছেন দলে।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘আজ যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের সবাইকে আমার অভিনন্দন। বৈশ্বিক টুর্নামেন্টে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বিশেষ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে যাওয়া হেনরি ও রবীন্দ্রকে নিয়েও কথা বলেছেন স্টিড, ‘দলে আসার জন্য বিবেচিত হতে ম্যাচ টি-টোয়েন্টিতে তাঁর স্কিল নিয়ে কঠোর পরিশ্রুম করেছে। গেল ১২ মাসে রাচিন যা কিছু করছে, সবকিছু ঠিকই ছিল।’

ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। বিশ্বকাপে দলের সঙ্গে যাবেন তিনি।

নিউজিল্যান্ড স্কোয়াড:

  • কেইন উইলিয়ামসন (অধিনায়ক)
  • ফিন অ্যালেন
  • ট্রেন্ট বোল্ট
  • মাইকেল ব্রেসওয়েল
  • মার্ক চ্যাপম্যান
  • লকি ফার্গুসন
  • ম্যাট হেনরি
  • ডেভন কনওয়ে
  • ড্যারিল মিচেল
  • জিমি নিশাম
  • গ্লেন ফিলিপস
  • রাচিন রবীন্দ্র
  • মিচেল স্যান্টনার
  • টিম সাউদি
  • ইশ সোধি

ট্রাভেলিং রিজার্ভ:

  • বেন সিয়ার্স