ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ বহু

নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ বহু
নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ বহু। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে আগুন লেগে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণে অন্তত ছয়জন মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এছাড়া অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর অজ্ঞাত আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

অগ্নিনির্বাপককারীরা বলছেন, ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের অনেককে ছাদ থেকে উদ্ধার করা হয়।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার পাইট বলেন, এটি সবার জন্য দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পুলিশ জানিয়েছে, যতক্ষণ না তারা ভবনের মধ্যে প্রবেশ করতে পাড়ছে ততক্ষণ মৃতের আসল সংখ্যা জানা যাবে না।