
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার ও প্রসারে কাজ করতে চান জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মো. ইসরাফিল হোসেন।
তিনি আরো জানান, নবীনগরের সন্তান হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক হতে পেরে আমি গর্বিত। আমার দীর্ঘ দিনের জাতীয়তাবাদী রাজনৈতিক চর্চা আর লালনের কারনেই এ প্রাপ্তি বলে মনে করি। আমি আমার নিজ এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার ও প্রসারে করে যাবো।
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট স্বাক্ষরিত এ জেলা কমিটির অনুমোদন করা হয়েছে।
এ সময় নব নবগঠিত শহীদ জিয়া সংসদের যুগ্ম আহবায়ক মো. ইসরাফিল হোসেনকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা।