
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘরে রশিদ-রাশিদা ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
শনিবার সকালে (২৩ আগষ্ট) বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের সার্বিক তত্ত্বাবধানে ও মোহাম্মদ তৌফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও এমপি পদ প্রার্থী নাজমুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ শওকত উসমান, আব্দুল কাইয়ুম, সোলাইমান ভূঁইয়া সোহাগ, জাহাঙ্গীর আলম, মো. নাজমুল আলম আরিফ, মো. ইকবাল হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম, হাজী আলমগীর কবির, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য কামাল সরকার, ইলিয়াস সরকার, রহমত উল্লাহ সরকার, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আলী আজ্জম, হাজী হাছন আলী চৌধুরী, মিজানুর রহমান মেম্বার, মানিক মিয়া ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্যরা।
এ সময় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের ২৪ জন, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের ৭ জন ও মহেশপুর দারুল আরকাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১ কৃতি শিক্ষার্থীসহ মোট ৩২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।