বৃহস্পতিবার ৩১ জুলাই, ২০২৫

নবীনগরে নদীর ত্রিমোহনায় নবীনগরনামা’র পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত

নবীনগরে নদীর ত্রিমোহনায় নবীনগরনামা'র পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত
নবীনগরে নদীর ত্রিমোহনায় নবীনগরনামা'র পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা, তিতাস, বুড়ি নদীর ত্রিমোহনায় সামাজিক সংগঠন “নবীনগরনামা” ও “HELPLINE NABINAGAR” এর উদ্যোগে শনিবার দুপুরে (৫ -৬- ২৫) ৩ মণ ওজনের বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

“যেথায় থাকিস ফিরিস তোরা এই তিতাসের তীরে, সেথায় আমার নাড়ীর টান প্রাণের নবীনগরে”

এই স্লোগানে উপজেলা সদরের আহমেদ গার্ডেন সিটিস্থ ফেরি ঘাটে আলোচনা সভা শেষে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আলোচনায় বক্তারা নদী রক্ষা, নদী দূষণ রোধ, চায়না রিং জালের ব্যবহার বন্ধ, বৈদ্যুতিক শক দিয়ে মাছ আহরন বন্ধ, প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাসহ স্থানিয় বাসিন্দাদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রতি বছরের ন্যায় পোনা মাছ অবমুক্ত করা ছাড়াও ফেসবুক ভিক্তিক গড়া উঠা সংগঠন দুটির বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে বেশ অবদান রয়েছে। সংগঠনটিতে অসামান্য অবদান রাখায় দাতা মো. রুবেল মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়া দীর্ঘ দিন ধরে যারা এ সংগঠনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এতে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী, সাংবাদিক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল হক, সভাপতি ও সিনিয়র এডমিন আলমগীর হোসেন, সিনিয়র এডমিন ও ভবিষ্যৎ কর্ণধার সোহেল তানভীর, খলিল উল্লাহ সম্রাট শাহজাহান, জুয়েল মৃধা, বইমজুর স্বপন মিয়া, নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি, আনোয়ার হোসেন, সাংবাদিক মাহবুব মোর্শেদ, সোহেল রানা, ফজলে রাব্বি পাপ্পু, আমির হামজাসহ অন্যান্যরা।

আরও পড়ুন