
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নে প্রশাসক কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের উদ্যোগে সোমবার সকালে (২৮ জুলাই ২০২৫) ট্রেড লাইসেন্স মেলা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক চেয়ারম্যান রবিউল আউয়াল রবি নাশকতা মামলা গ্রেফতার হলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনকে জেলা প্রশাসক কর্তৃপক্ষ প্রশাসক নিয়োগ দেয়াড় দেড় মাস পর থমকে থাকা কাজের অগ্রগতির লক্ষ্যে ব্যতিক্রমী এ উদ্যোগটি নেয়া হয়েছে।
উপজেলার বৃহৎ বাজার হিসেবে পরিচিত বাঙ্গরা বাজারসহ ইউনিয়নস্থ দোকান-পাটের ট্রেড লািন্সেস প্রদান ও ইউনিয়নের সার্বিক কাজের গুরুত্ব আরোপ করা হয়েছে।
ব্যবসায়ী জীবন মিয়া বলেন, ট্রেড মেলা হওয়ায় সহজেই আমরা লাইসেন্স করতে পেরেছি। এতে আমাদের সবারই আগ্রহ বেড়েছে।
ইউনিয়ন প্রশাসক জনাব মো: জাহাঙ্গীর আলম লিটন বলেন, নাগরিক সেবা সচল করতে ও সাধারণ মানুষের দূঅভোগ লাঘব করতে আমরা এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এতে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষজন আসছেন।