রবিবার ৩১ আগস্ট, ২০২৫

নবীনগরে গত ৫ আগষ্টের মামলায় যুবলীগ নেতা রাজীব গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla -Arrest
প্রতীকি ছবি/সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উডজেলা যুব লীগের সদস্য রাজিবুর ইসলাম রাজিবকে গত ৫ আগষ্টের মামলায় গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।

তিনি সদরের পশ্চিম পাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজীবকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। গত ৫ আগস্টের আলোচিত মামলার আসামি হিসেবে রাজীবের নাম থাকায় তাকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, রাজীবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন