
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রতনপুর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, এখন কেউ আর দিনের ভোট রাতে দিতে পারবে না, এখন দিনের ভোট দিনেই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে নির্বাচনী দিনে মাঠে থাকবেন।
শনিবার বিকালে (২৩ আগষ্ট) রতনপুর ইউনিয়নের শাহপুর সড়ক বাজারে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
রতনপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. আবুল বাশারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কৃষক দলের কুমিল্লা বিভাগস্থ সাংগঠনিক সম্পাদক মো. এনায়েত উল্লাহ খোকন, সদস্য সাইফুল হক, জিল্লুর রহমান, মো. আল-আমিন, মো. আনোয়ার হোসেন বাবুল, মো. আনোয়ার হোসেন, এমদাদুল হক, মো. মোজ্জাম্মেল, ইব্রাহিম নাফিজ মিঠু, মো. মামুন সরকার, মোহিদুল ইসলাম ঝিনুক, আজাদ হোসেন, তোফায়েল আহম্মেদ তুহিন, শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় মো. আবুল বাশারকে সভাপতি ঘোষণা করে ৭১ সদস্য বিশিষ্ট রতনপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।