মার্চ ১৫, ২০২৫

শনিবার ১৫ মার্চ, ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ

Rising Cumilla - Protest against rape and harassment in Debidwar, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লাসহ সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কিশোর-কিশোরী সংগঠন ও ভূমিহীন সংগঠন, কুমিল্লা দেবিদ্বার উপজেলা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল ‘কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ হোক সহিংসতার, নিশ্চিত হোক নারীর মানবাধিকার এই শ্লোগানে সারাদেশে নারকীয় ধর্ষণ, কন্যা শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, নির্যাতনের প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় সহ-সভাপতি পরশ কর, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থার বিভাগীয় সমন্বয়ক খাইরুল ইসলাম, জেলা সমন্য়ক আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা পরিমল শীল, ভূমিহীন সংগঠন নেতা আঃ ওয়াদুদ ও হাজেরা বেগম, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির চান্দিনা উপজেলার আহবায়ক তানিয়া আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা নেতা দিপ্ত দেবনাথসহ কিশোর কিশোরী ও ভূমিহীন সংগঠনের কর্মী ও সদস্যরা।

কুমিল্লা সহ সারাদেশের ধর্ষণ ও নিপীড়ণের তীব্র প্রতিবাদ জানিয়ে দীপ্ত দেবনাথ (অপূর্ব) বলেন, “এই ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন সরকার) পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ২৪’র গণ-অভ্যুত্থান পরবর্তী এমন বাংলাদেশ চাইনি যেখানে নারীদের নিরাপত্তা থাকবে না, জনমানুষের নিরাপত্তা থাকবে না। ধর্ষিত নারীদের যেখানে ৯০ সেকেন্ড বাঁচার ভরসা নেই, সেখানে ৯০ দিনের মধ্যে বিচারের কথা বলা হচ্ছে”

তিনি আরও বলেন, “৯বছর পূর্বে আমাদের কুমিল্লার মেয়ে সোহাগী জাহান তনু আপার ধর্ষকদের এবং খুনীদের বিচার চেয়েছি এখন চাইতে হচ্ছে, মুনিয়ার ক্ষেত্রেও বসুন্ধরাগ্রুপ এর এমডি আনভীর ধর্ষণ করে হত্যা করে এটাও ধরাছোঁয়ার বাহিরে সম্প্রতি আছিয়া তার বোনের শশুর বাড়িতে গিয়েও বর্বরোচিত ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হলো! বরগুনায় একটি মেয়েকে ধর্ষণ করলে সেই মেয়ে হাসপাতালে ভর্তি, কিন্তু বাবা সাক্ষী দেয়ার কথা পরের দিন এর আগের দিন মেরে জঙ্গলে ফেলে রেখে যায়, গতকয়েকদিন আগেই ৫০উর্দ্ধ একজন বৃদ্ধাকেও হায়েনারা ছাড়েনি ব্রিজের নিচে ধর্ষণ করে ফেলে রাখে আমাদের কুমিল্লার সিএমবি ব্রিজের নিচে। এই দায় কে নিবে, এইসব ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার চাই।”

দীপ্ত দেবনাথ বলেন, “আমাদের দেশের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রনহীন, চারিদিক খুন-ধর্ষণ-ডাকাতি হচ্ছে কোনো বিচার হচ্ছে নাহ, অবিলম্বে সকল অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনুন অন্যথায় আমরা কুমিল্লা সহ সারাদেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তুলবো।”