এপ্রিল ৫, ২০২৫

শনিবার ৫ এপ্রিল, ২০২৫

দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মানুষকে ’৭১ ভোলানোর চেষ্টা করবেন না’: এলডিপি মহাসচিব

ছবি: প্রতিনিধি

লিবারেল ডেমেক্রেটি পার্টি-এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করে বলেন- ‘অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে একেক সময় একেক কথা বলেন। একবার বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আবেকবার বলেন স্বল্প সংস্কার করেই আমি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিব। সেদিন আবার বললেন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৫টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন- ‘সংস্কার হলো একটি চলমান পক্রিয়া। দেশে কখন কি প্রয়োজন হবে সেটাই দেশের মানুষের কল্যাণে করা হবে। সব সংস্কার করে নির্বাচন দিবেন এমন দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে কেউ দেয়নি। এখন জাতির একটি নির্বাচন প্রয়োজন। ২০০৮ সালের পর থেকে কোন নির্বাচন হয়নি। কারণ কেউ ভোট দিতে পারেনি।’

সাবেক এই প্রতিমন্ত্রী সরকারের সমালোচনা করে বলেন- ‘পরবর্তী সরকার গঠন করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। তাই বলে বছরের পর বছর আপনি থাকবেন তা হতে পারেনা। কিছু দালাল আপনি সৃষ্টি করেছেন। যারা ওনার ভূয়সী প্রশংসা করেই যাচ্ছে। আপনি নিজেই বলেছেন দেশ চালানো অভিজ্ঞতা আপনার নেই। আপনার যে কাজে অভিজ্ঞতা আছে সে কাজে যান। দেশের মানুষের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, আপনি সকলের কাছে সমাদৃত থাকবেন। আর যদি আপনি শাসনকাল বেশি দিন বাড়াতে চান তাহলে দেশের জন মানুষ আপনাকে ছাড়বে না, সকলেই রাজপথে আসবে। তারপরে আপনাকে দেশ ত্যাগ করে যেতে হবে। সেই হাসিনার মতো আপনার দেশ ছেড়ে পালানোর সম্ভবনাও আছে।’

তিনি আরও বলেন- ‘দ্বিতীয় স্বাধীনতা হয়েছে বলে মানুষকে ’৭১ ভোলানোর চেষ্টা করবেন না। ৫ আগস্ট গণআন্দোলনের মাধ্যমে একটি স্বৈরশাসনের পতন হয়েছে। যারা ’৭১ ভোলানোর চেষ্টা করেন আপনারা সেই সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। এটা বাংলাদেশের সব মানুষ জানে। পাকিস্তানীদের পক্ষে থেকে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়েছে, বুদ্ধিজীবীদের বিরুদ্ধে লড়েছে। রাজাকার, আলবদর, আলশামস বাহিনি গঠন করে তাদের নেতৃত্ব দিয়েছে। তারা স্বাধীনতার পক্ষে ছিলোনা। আজকে এসে তারাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে।’

অনুষ্ঠানে মহিচাইল ইউনিয়ন এলডিপি’র সভাপতি আবু তাহের ভূইয়া সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার। উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এলডিপি নেতা জালাল উদ্দিন কালা চেয়ারম্যান, উপজেলা গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, মহিচাইল ইউনিয়ন এলডিপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুহুরী, এলডিপি নেতা কামরুল হাসান ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।