
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ বিশেষ প্রদিক্ষণ করে হাই স্কুল মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।
এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওন। বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি আহ্বায়ক এবিএম সিরাজুল ইসলাম, সদস্য সচিব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আরশাদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, সদস্য সচিব কামাল মুন্সী, পৌর যুবদল আহ্বায়ক হাজী মো. নূরুল ইসলাম মুন্সী, সদস্য সচিব মোজাম্মেল হক মুন্সী, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. শরীফ খাঁন, সদস্য সচিব মো. কাইউম খাঁন, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, সদস্য সচিব মো. হানিফ মুন্সী প্রমুখ।
হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










