জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

দেশের ২৮টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ

Directorate of Secondary and Higher Education (DSHE)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

নতুন অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে দেশের ২৮টি সরকারি কলেজে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অধ্যাপকদের দেশের বিভিন্ন কলেজে বদলি করা পদে এই পদায়নের নির্দেশ দেয়া হয়।

বুধবার (০৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ মার্চ নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাদের বদলি করা পদে যোগদান করতে হবে। ১৩ মার্চ অবমুক্ত না হলে অবমুক্ত হিসেবে তারা গণ্য হবেন।