সোমবার ২৭ অক্টোবর, ২০২৫

দেশজুড়ে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক

strike
হরতাল। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির ১২ ঘণ্টার হরতাল চলছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালন করবে বিএনপি।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ চলে।

এর আগে সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, জামায়াতে ইসলামীও হরতালের অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবেএই অনুরূপ হরতাল কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের আজ শেষ তারিখ। এই দিন হরতাল ডেকেছে বিএনপি।

আরও পড়ুন