ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ২২ বছর পর জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলবে ইংল্যান্ড

England will play Zimbabwe after 22 years
২২ বছর পর জিম্বাবুয়ের সঙ্গে খেলবে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

২০০৩ সালে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। এরপর কেটে গেছে দুই দশক। এবার আবারও ইংল্যান্ডে গিয়ে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে আফ্রিকা মহাদেশের দলটি।

২০০৩ সালের পর থেকে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতি হয়। যে কারণে দুই দশকের বেশি সময় ধরে দুই দলের টেস্ট লড়াই দেখা যায় না। তবে গত কয়েকবছর ধরে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে। ফলে ইংলিশদের বিপক্ষে আবারো টেস্ট খেলতে নামবেন সিকান্দার রাজা-ক্রেইগ আরভিনরা।

জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের মে মাসে। খেলাটি মাঠে গড়াবে ২৮ মে। অবশ্য ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। যার মধ্যে তিনটি ড্র হয়েছে, বাকি তিন ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ১৯৯৬ সালে প্রথম এবং শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ইংল্যান্ড। এ ছাড়া ২০০০ এবং ২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলে জিম্বাবুয়ে।

এ ছাড়া ওয়ানডেতে দ্বিপাক্ষিত সিরিজে সর্বশেষ ২০০৪ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল জিম্বাবুয়ের মাটিতে।