জুলাই ৬, ২০২৫

রবিবার ৬ জুলাই, ২০২৫

দারিদ্র্য বিমোচন ও কার্বন নিঃসরণে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Rising Cumilla -Muslim countries called to unite to alleviate poverty and reduce carbon emissions
ছবি: সংগৃহীত

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এই আহ্বান জানান।

রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমানে দুর্দশাগ্রস্ত মুসলিমদের পর্যাপ্ত সহায়তা করা সম্ভব হচ্ছে না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘থ্রি-জিরো’ তত্ত্ব (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ) অনুসরণ করলে মুসলিম বিশ্বে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

ঢাকায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সামিটে প্রায় ১৫টি মুসলিম দেশের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীরা এই সম্মেলনকে কেবল একটি আলোচনা সভা হিসেবে নয়, বরং পরিবর্তনের একটি আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন।

সামিটে উপস্থিত প্রতিনিধিরা মুসলিম দেশগুলোকে একে অপরের পাশে দাঁড়ানোর এবং বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সামাজিক ব্যবসার প্রসারের মাধ্যমে মুসলিম বিশ্ব একটি আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

আরও পড়ুন