
বলিউড তারকা হিসেবে এখনও সেভাবে কোনো সুপারহিট ছবি জাহ্নবী কাপুরের ঝুলিতে না এলেও, তার পারিশ্রমিকের অঙ্ক যেন ‘ব্লকবাস্টার’ হিট! সিনে-শিল্পে অর্ধযুগ পেরিয়ে আসা এই স্টার-কিড এখন শুধু হিন্দি নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নজর কাড়ছেন।
তবে এবার আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয়, বরং চমকে দেওয়া মতো পারিশ্রমিক বৃদ্ধি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ দারুণভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার জন্য তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা সেই সময়ে তার সর্বোচ্চ ছিল। এরপর তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয়ের জন্য জাহ্নবী পারিশ্রমিক আরও এক কোটি রুপি বাড়িয়েছেন, অর্থাৎ সিনেমাটির জন্য তিনি নিয়েছেন ৬ কোটি রুপি।
তবে সাম্প্রতিক গুঞ্জন আরও বিস্ময়কর। জানা গেছে, আল্লু অর্জুন অভিনীত এবং অ্যাটলি কুমার পরিচালিত একটি বড় বাজেটের সিনেমায় জাহ্নবী কাপুর অভিনয় করতে যাচ্ছেন। আর এই সিনেমার জন্য তিনি ৭ কোটি রুপি দাবি করেছেন! নির্মাতারা তাকে চুক্তিবদ্ধ করাতে আগ্রহী হলেও, পারিশ্রমিক কিছুটা কমানোর আলোচনা চলছে বলে জানা গেছে। কিন্তু জাহ্নবী কাপুর নাকি ৭ কোটি রুপির নিচে নিতে রাজি নন।
জাহ্নবী কাপুরের এই পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। তাদের মতে, দক্ষিণে তিনি বেশি পারিশ্রমিক নিলেও, বলিউডে তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন। এই বৈষম্য তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে, দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে জাহ্নবীর নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তারা।