জানুয়ারি ২২, ২০২৫

বুধবার ২২ জানুয়ারি, ২০২৫

তিন বাহিনীর পোশাক ডিজাইনার-অনুমোদনকারীর গ্রেপ্তার চান আসিফ

Rising Cumilla - Asif akbar wants the arrest of the designer-endorser of the three forces
ছবি কোলাজ/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই স্পষ্টবাদী। দেশের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের মতামত জানান। সরকার পরিবর্তনের পরপর ঘোষণা দেন তিন মাস পার করলেই বর্তমান সরকারের আলোচনা-সমালোচনা করবেন। এরমধ্যে সে কথাও তিনি রেখেছেন।

দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এবার তিন বাহিনীর পোশাক নিয়ে মুখ খুললেন তিনি।

তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় আসিফ পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান তিনি । যেখানে তিনি পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হোক।

এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।

আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাব এর জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।