
তরুণরাই হচ্ছে আগামীদিনের বাংলাদেশের শক্তি। এই তরুণরাই আগামীদিনের একটি সুন্দর বাংলাদেশকে নের্তৃত্ব দিবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সেজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে।
শুক্রবার (১ আগষ্ট) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সবুজপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এল.ই.ডি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক। সবশেষে খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।