জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

ঢাকায় রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের উদ্বেগ

Political violence in Dhaka
ছবি: গেটি ইমেজেস

২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের ঢাকাস্থ দূতাবাস।

আজ সোমবার (৩০ অক্টোবর) এক যৌথ বিবৃতি দেয় ঢাকার অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দূতাববাস।

এতে বলা হয়, ঢাকায় রাজনৈতিক সহিংসতায় আমরা উদ্বিগ্ন এবং প্রাণহানি ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সব পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এর আগে রোববার ২৯ অক্টোবর দুপুরে এক টুইট বার্তায় বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

টুইট বার্তায় ২৮ অক্টোবর ঢাকার রাস্তায় সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ তারা জানায়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ।