জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝোপজঙ্গল পরিষ্কার, মিলল ডাকাতির সরঞ্জাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝোপজঙ্গল পরিষ্কার, মিলল ডাকাতির সরঞ্জাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝোপজঙ্গল পরিষ্কার, মিলল ডাকাতির সরঞ্জাম/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় মহাসড়কের পাশের ঝোপজঙ্গল পরিষ্কার করার সময় উদ্ধার হয়েছে ডাকাতির সরঞ্জাম।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো. খাইরুল আলমের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।

অভিযানে হাইওয়ে পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তাঁরা মহাসড়কে চলন্ত গাড়িতে রড নিক্ষেপ করে ডাকাতির চেষ্টা রোধে মহাসড়কের ঢাকামুখী পাশে থাকা ঘন ঝোপজঙ্গল পরিষ্কার করেন।

অভিযান চলাকালে জঙ্গল থেকে উদ্ধার করা হয় ১০টি রডের খণ্ড, যা ডাকাত চক্র মহাসড়কে চলন্ত গাড়ির টায়ারে ছুঁড়ে মেরে থামিয়ে ডাকাতি করতো বলে ধারণা করা হচ্ছে।

এ ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতে মহাসড়কে নিরাপত্তা জোরদার করবে এবং ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন