জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

13 km traffic jam on Dhaka-Chittagong highway, passengers suffer
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলারর গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে গজারিয়ার বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

বাসচালক সুবহান মিয়া বলেন, জামালদী বাসস্ট্যান্ড থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ১০ মিনিট সময় লাগে। কিন্তু ১ ঘণ্টারও বেশি সময় হয়েছে এখন পর্যন্ত আনারপুরা বাসস্ট্যান্ড পার হতে পারিনি। গন্তব্যে পৌঁছতে কতক্ষণ লাগতে পারে জানি না।

ট্রাকচালক শরিফ খান বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। থেমে থেমে গাড়ি চলতেছে। পাঁচ মিনিটের রাস্তা আধাঘণ্টারও বেশি সময় লাগছে। তবে কী কারণে যানজট তা জানি না।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে‍‍`।