শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Awami League and Jubo League hold a protest march at Chandina on Dhaka-Chittagong highway
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল/ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলা অংশে ঝটিকা মিছিল করেছে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এর ব্যানারে ওই মিছিল করে তারা। শুক্রবার দিন ব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওই মিছিল ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায় চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সুজন এর নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার বহন করে এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পারি দিচ্ছে নেতাকর্মীরা।

এবিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, ঝটিকা মিছিল এর একটি ভিডিও পেয়েছি। কিন্তু মহাসড়কের চান্দিনা অংশে মিছিলটি হয়েছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন ছেলেকে আমরা শনাক্ত করেছি। তার বাড়ি চান্দিনায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রক্রিয়া চলমান আছে।

আরও পড়ুন