
সিনেমার টানা ব্যস্ততা থেকে হঠাৎ করেই বিরতিতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। মাতৃত্ব ও পারিবারিক জীবনে মনোনিবেশ করতে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সেই দীর্ঘ বিরতি ভেঙেছিলেন সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ডোডোর গল্প’ এর মাধ্যমে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হয়েছিল ‘ডোডোর গল্প’ সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিও বার্তায় পরীমনি নিজেই জানিয়েছিলেন, দীর্ঘ এক বছর চার মাস ২৩ দিন পর এই ছবিটির শুটিং শেষ করেছেন তিনি।
অবশষে জানা গেল, প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদুল ফিতরে। সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া খবরটি নিশ্চিত করেছেন।
সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, ‘ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব সম্পন্ন করেই আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।’
প্রযোজক নাজমুল হক ভূঁইয়া সিনেমাটির গল্প প্রসঙ্গে বলেন, ‘এটা এক আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের দীর্ঘ লড়াইয়ের গল্প, যেখানে সে হারানো সন্তানকে ফিরে পায়। আমরা ছবিটি অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। বিশ্বাস করি, দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।’
‘ডোডোর গল্প’-এ পরীমনিকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তার বিপরীতে ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক।
এর আগে এই সিনেমাটি নিয়ে পরীমনি তাঁর আবেগের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। ‘ডোডোর গল্প’-এর সঙ্গে আমার এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করছি দর্শকরা ছবিটি ভালোবাসবেন।”
২০২১–২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি নিজেই। পরিচালক জানান, এতে অংশ নিয়েছেন ৮৭ জন শিল্পী এবং শুটিং হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।









