কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চৌদ্দগ্রাম উপজেলার হাফেজ ইখতিয়ার উদ্দিন নামের এক ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাস্টার কামাল উদ্দিনের ছোট ছেলে।
ইখতিয়ারের পরিবার সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা সদরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ইখতিয়ার। পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে পৌনে ৯টায় মারা যান তিনি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত।