মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ৩৮ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - LPG
এলপিজি সিলিন্ডার/ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ের এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, এই নতুন মূল্য মঙ্গলবার (০২ ডিসেম্বর) ঘোষণা করা হয় এবং একই দিন সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া, অটোগ্যাসের দামও বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২ নভেম্বর বিইআরসি এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে অটোগ্যাসের দামও ভোক্তাপর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।

আরও পড়ুন