
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত প্রতিরোধে উদ্যোগ নেওয়ায় আব্দুর রহিম নামে এক গণমাধ্যম কর্মীকে কুপিয়ে আহত করেছে ডাকাত সর্দার ইদ্রিসের নেতৃত্বে একদল ডাকাত।
বুধবার (৭ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘পুবের আলো’র স্টাফ হিসেবে কর্মরত। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, ইদ্রিস ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তাদের ভয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও মুখ খোলার সাহস পান না। গ্রামবাসী যখন ডাকাত প্রতিরোধে উদ্যোগ নেয়, তখন ইদ্রিস প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মতীর্থ এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা। তারা ডাকাত সর্দার ইদ্রিস ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, ঘটনার পরপরই ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে থানার ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। এ ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না।”