বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর, ২০২৫

ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বিরত থাকার অনুরোধ রেল কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Travel on the roof of a train in Bangladesh
ট্রেনের ছাদে ভ্রমণ/ছবি: রাইজিং কুমিল্লা

ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকাতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

যাত্রীসাধারণের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয় বলেছে, ‘ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এতে মারাত্মক দুর্ঘটনা এমনকি প্রাণহানি ঘটতে পারে। তাই সম্মানিত যাত্রীসাধারণকে ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

এরআগে, গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হয়। স্থানীয় মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আরও দুই তরুণ।

আরও পড়ুন