মে ৪, ২০২৫

রবিবার ৪ মে, ২০২৫

ট্রেন থেকে পড়ে কুমিল্লার নাঙ্গলকোটে কিশোরের মৃত্যু

Rising Cumilla - Chattala Express Train
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে গিয়ে এক অজ্ঞাত পরিচয় কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৮টার দিকে রেলওয়ে (জিআরপি) থানার আওতাধীন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে (জিআরপি) পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সে ট্রেন থেকে পড়ে মারা গেছে। ছাদ বা বগির দরজার সামনে থেকে পড়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি।

নাঙ্গলকোট রেলস্টেশনের মাস্টার মো. জামাল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কিশোরের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কিশোরের লাশ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, নিহত কিশোরের নাম ও পরিচয় জানার জন্য পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন