মাইক্রোব্লগিং সাইট আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ। টুইটারকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আসা মেটার ‘থ্রেডস’ এখন গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে। ইনস্টগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডস-এ লগ ইন করা যাচ্ছে। আসছে সাজেশনও।
জানুয়ারি থেকে ‘প্রজেক্ট নাইন্টি টু’ নাম দিয়ে কাজ শুরু হয় থ্রেডস’র। এখনও কিছুটা কাজ বাকি আছে। তারই মধ্যে প্লে স্টোরে মিলছে মেটার থ্রেডস।
টুইটার কেনার পর থেকেই মাইক্রোব্লগিং সাইটটিতে নানান পরিবর্তন আনেন ইলন মাস্ক। অ্যাকাউন্ট ভ্যারিফাই করার ক্ষেত্রে অর্থ নেয়াসহ বিভিন্ন নিয়মের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান টুইটার ব্যবহারকারীরা।